অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা ঝুঁকির কারণে 'এলাই লিলি' পরীক্ষামূলক ভ্যাকসিনের চিকিৎসা বন্ধ করলো 


নিরাপত্তার ঝুঁকির কারণে, আরো একটি ভ্যাকসিন উদ্ভাবনকারী সংস্থা,এলাই লিলি, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনের চিকিৎসা বন্ধ করে দিয়েছেI যুক্তরাষ্ট্র ভিত্তিক,এলাই লিলি, কানাডার বায়োটেক কোম্পানি, 'এব সেলেরা' 'র সঙ্গে যৌথভাবে এই ওষুধের পরীক্ষা শুরু করেছিলI

অগাস্ট মাসে তাদের যৌথ উদ্যোগ নেয়া হয় এবং যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হওয়া, এমন, ১০০০ জনকে চিকিৎসার জন্য তালিকাভুক্ত করা হয়I

তাদের এই ঘোষণা দেবার আগেই, যুক্তরাষ্ট্রের অন্য এক প্রখ্যাত,ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, জনসন এন্ড জনসন, চিকিৎসাধীন এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনের ব্যবহার বন্ধ করে দেয়I

XS
SM
MD
LG