এ বছরের শেষ নাগাদ বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সম্পাদনে ইউ ও চীন আজ আলোচনায় বসবেI তবে দুটি পক্ষকে মানবাধিকার রক্ষা, জলবায়ু পরিবর্তন ও যুক্তরাষ্ট্রের নির্বাচনের মত বিষয়গুলিতে সম্ভব্য বাঁধার সম্মুখীন হতে হবেI
জার্মানির লিপজিগে এই আলোচনা শুরু হবার কথা ছিল, চীনা প্রেসিডেন্ট শি ও ইউরোপীয় নেতাদের মধ্যে মুখোমুখি আলোচনার মাধ্যমে, তবে করোনা সঙ্কটের কারণে, এখন ভার্চুয়াল কনফারেন্স লাইনে প্রেসিডেন্ট শি ও ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পৰ্য্যায়ক্রমিক প্রেসিডেন্ট আঙ্গেলা মর্কেলসহ, বহু ইউ নেতাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছেI
তাদের আলোচনায় উইঘুরস মুসলমানদের ওপর চীনের দমন অভিযান, হংকং নীতি ও চীনের নুতন জাতীয় নিরাপত্তা আইনের মতো বিষয়গুলি প্রাধান্য পাবেI