অ্যাকসেসিবিলিটি লিংক

ইউ’র একজন কর্মকর্তা শরনার্থী সমস্যা মোকাবিলায় বলকান দেশগুলোকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন


ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা আজ শনিবার বলেছেন যে ২৮ সদস্য রাষ্ট্র বিশিষ্ট এই ইউনিয়নের উচিৎ হবে এই শরনার্থী সঙ্কটে সম্মুখ সারির যে সব দেশ জর্জরিত তাদের সাহায্য করা এবং তাদের বহির্দেশীয় সীমান্ত আরও জোরদার করা।

দু’দিন ব্যাপী মেসিডোনিয়া সফর শেষে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রসারণ বিষয়ক কমিশনার জোহানেস হান বলেন যে ই্ ‘ইউর উচিত হবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা এই সব শরনার্থী ও দেশান্তরী লোকজনদের ঢল সামলাতে বলকান রাষ্ট্রগুলোকে সাহায্য করা।

সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকজনকে সীমান্তবর্তী দেশগুলোতে থাকতে উৎসাহিত করার জন্য , হান তুরস্কের জন্য এক শ দশ কোটি ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন যাতে করে তুরস্ক শরনার্থী সমস্যার মোকাবিলা করতে পারে।

হান বলেন যে এই অর্থ সেই অঞ্চলে থাকা লোকজনকে , পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিজ দেশে ফিরে যেতেও কাজে লাগবে।

সিরিয়ার যুদ্ধের কারণে চল্লিশ লক্ষেরও বেশি লোক নিজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং এদের অর্ধেকই গেছে তুরস্কে। দশ লক্ষ লোক লেবানেন গেছে , ছয় লক্ষ তিরিশ হাজার লোক জর্দানে।

XS
SM
MD
LG