অ্যাকসেসিবিলিটি লিংক

উদ্বাস্তু শিবিরগুলোতে মানুষদের সহায়তার লক্ষ্যে ইউরোপ ১১০ কোটি ডলার দেবে


এক লক্ষ ২০ হাজার শরনার্থী ও অভিবাসিকে ইউরোপীয়ন দেশগুলোর মধ্যে ভাগ করে নেয়ার যে সিদ্ধান্ত, জার্মান চ্যান্সেলর এ্যঙ্গেলা মার্কেল তাঁর দেশের ১৬টি রাজ্যের গভর্ণরদেরকে বলেছেন, এটি ইতিবাচক লক্ষন, কিন্ত তা মাত্র প্রথম পদক্ষেপ।

বার্লিনে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মার্কেল বলেন, এই সমস্যা নিরসনে ইউরোপের যা যা করা উিচৎ তা থেকে এখেনো আমরা অনেক দূরে রয়েছি। তিনি বলেন সিরিয়ার যে সংঘাতের কারনে এই শরনার্থী বা উদ্বাস্তু সংকটের সৃষ্টি হয়েছে; তার সমাধান হতে পারে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সহায়তায়।

বুধবার ইউরোপীয়ন ইউনিয়ন নেতৃবৃন্দ, উদ্বাস্তু শিবিরগুলোতে থাকা মানুষদের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে ১১০ কোটি ডলার দেয়ার বিষয়ে একমত হয়েছন। ইউরোপিয়ন কাউন্সিল রপ্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক ব্রাসেলসে এক জরুরী বৈঠকের পর এ সাহায্য দেয়ার ঘোষণা করেন।

XS
SM
MD
LG