অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে সাম্প্রতিক বন্যা “আতঙ্কজনক” : বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে আঙ্গেলা ম্যার্কেল


ইউরোপের সাম্প্রতিক বন্যাকে “আতঙ্কজনক” বলে অভিহিত করেছেন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। রোববার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে গিয়ে একথা বলেছেন আঙ্গেলা৷ পাশাপাশি, তার দেশের ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির জন্য দ্রুত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আকষ্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে জার্মানির পশ্চিমাঞ্চলের বেশ কিছু শহর৷ উদ্ধার তৎপরতা বাড়লেও থেমে নেই মৃত্যুর সংখ্যাও৷ এখন পর্যন্ত জার্মানিতে ১৫৭ জনসহ ইউরোপে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৮৪তে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে৷

উদ্ধারকর্মীরা নিখোঁজদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। দক্ষিণ জার্মানির বাভারিয়ার একটি জেলায় বন্যার পানির তোড়ে একজন নিহত হয়েছেন। রাস্তাগুলি পরিণত হয়েছে নদীতে, অস্ট্রিয়া সীমান্তের কাছে দ্রুতগতির স্রোত এবং মাটির নিচে চাপা পড়া যানবাহনগুলি সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ।

বার্চতেসগাডেনার জেলা প্রশাসক বার্নহার্ড কর্ন জানিয়েছেন, শনিবার গভীর রাতে পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটায় অকার্যকর হয়ে পড়ে জরুরি পরিষেবা ব্যবস্থা।

পুলিশ জানিয়েছে, কোলনের দক্ষিণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আহরওয়াইলার জেলায় প্রায় ১১০ জন নিহত হয়েছেন, বন্যার পানির স্রোতের কারণে সেখানে আরও মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করেছে তারা।

বুধবারে শুরু হওয়া আকস্মিক ওই বন্যায় মূলত রাইনল্যান্ড প্যালাটিনেট, উত্তর রাইন-ওয়েস্টফালিয়া এবং বেলজিয়ামের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। এসব এলাকায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭-এ । বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা এলাকায়।

মার্কেল বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারগুলিকে আরও সচেষ্ট হতে হবে। পাশাপাশি আরও দ্রুত কার্যকর ভূমিকা গ্রহণ করার উপর জোর দিয়েছেন তিনি।

জার্মান সরকার ভেঙে পড়া বাড়ি-ঘর, রাস্তাঘাট ও সেতু পুনর্নির্মাণ করার জন্য তাত্ক্ষণিক ত্রাণ হিসাবে ৩৫৪ মিলিয়ন ডলার দেবার ঘোষণা দিয়েছে। অর্থমন্ত্রী ওলাফ শোলজ সাপ্তাহিক পত্রিকা বিল্ড এম সোনট্যাগকে এ তথ্য জানিয়েছেন ।

XS
SM
MD
LG