রবিবার, হাজার হাজার অভিবাসীকে, জার্মানী এবং অস্ট্রিয়া তাদের সীমান্তের ভেতরে স্বাগত জানাচ্ছে।
অভিবাসীদের অধিকাংশই জার্মানীতে আশ্রয় চায়। জার্মানী হচ্ছে ইউরোপের সবচাইতে বিত্তশীল দেশ। আনুমানিক হিসেব অনুযায়ী ৮ হাজার শরনার্থী আজ দিনের শেষে সেখানে পৌছে যাবে। জার্মান কর্মকর্তারা বলেছেন এ বছর তারা ৮ লক্ষ আশ্রয় প্রার্থীকে গ্রহণ করবে।
আশ্রয় প্রার্থীরা ইউরোপের পশ্চিমাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে, শনিবার হাঙ্গারি ত্যাগ করে। তারা বাসে, ট্রেনে অথবা পায়ে হেটে রওনা দেয়। আরও শরনার্থী রবিবার হাঙ্গারি দিয়ে যাবে।
অভূতপূর্ব সংখ্যক অভিবাসীর আগমনে , এ বিষয়ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো, বিভাজিত।