ইরানের সর্বশেষ ক্ষমতাচ্যুত রাজার ছেলে, নির্বাসিত রেজা পাহলভী, প্রথমবারের মতো ইরানি জনগণকে তাদের যে কোনো রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচিত একজন রাজা পদটি সৃষ্টি করার আবেদন জানিয়েছেন, যা বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের স্থলাভিষিক্ত হবেI তবে তিনি নিজে সেই ভূমিকা নেবার সম্ভাবনাকে নাকচ করে দেনI
ইরানের বৃহৎ নির্বাসিত বিরোধী দলগুলি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পদ্ধতি সম্পর্কে দ্বিধাবিভক্তI পাহলভী'র সমর্থকেরা ইরানের রাজতন্ত্র ফিরিয়ে তাঁকে নের্তৃত্ব দেয়ার পক্ষপাতী, আবার অন্য দলগুলি শিয়া ধর্মীয় নেতাদের পরিচালনায় স্বৈরাচারী ইসলামী প্রজাতন্ত্রের বদলে নুতন এক প্রজাতন্ত্র গড়ার পক্ষেI