বর্তমান বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তন বড় রকমের চ্যালেঞ্জ। ৩১ শে অক্টোবর থেকে যুক্তরাজ্যের গ্লাসগোতে যে কপ-টুয়েন্টিসিক্স জলবায়ু সম্মেলন শুরু হতে যাচ্ছে তার দিকে আশায় উন্মুখ হয়ে রয়েছেন বিশ্ববাসী । প্যারিস জলবায়ু সম্মেলনের পর এটিই হচ্ছে জলবায়ু বিষয়ক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন । ভয়েস অফ আমেরিকাকে দেওয়া একান্ত এক সাক্ষাত্কারে বাংলাদেশের প্রাক্তন কুটনীতিক অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান বলেন প্যারিস জলবায়ু সম্মেলনের সব প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। বিশেষত তিনি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর কথা উল্লেখ করেন। তবে তিনি আশা করছেন কপ-টুয়েন্টিসিক্স ‘এ জলবায়ুর চ্য়ালেঞ্জ মোকাবিলায় আরও বাস্তবোচিত পদক্ষেপ নেওয়া হবে। ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ ।