অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ : উৎকন্ঠা ও উত্তরণ : পর্ব ৩৫


Extremism
Extremism

ইসলাম ধর্মে যে একটি সামূহিক গ্রহণযোগ্যতার বিষয় আছে, যে সামাজিক ও সাংস্কৃতিক উদারতার জায়গা আছে , সেই জায়গাটি ক্রমশই সংকুচিত করেছে এই ওয়াহাবিবাদ , এ রকম মতবাদ পোষণ করেন অনেকেই। আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসার চাইতে যারা যান্ত্রিক কর্তব্য পালনে ব্যতিব্যস্ত এবং পান থেকে চুন খসায় যারা ক্ষুব্ধ হন, তারা মানবতাবোধকে অগ্রাহ্য করেন । কাজেই লক্ষ্য করা যায় যে ওয়াহাবি মতবাদে বিশ্বাসীরা কেবল মাত্র তাদের লক্ষ্য অর্জনের জন্যই কাজ করে যান , আর সেই কাজে বিচ্ছিন্ন বোধ করে গোটা মানব সমাজ , তাতে স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ কতখানি যথার্থ হয় সেটাও প্রশ্নসাপেক্ষ্ ।

please wait

No media source currently available

0:00 0:11:46 0:00

তবে উগ্রবাদের এই সব তাত্বিক বিশ্লেষণের পাশাপাশি , ব্যবহারিক ভাবে উগ্রবাদের সহিংস প্রয়োগ আমরা লক্ষ্য করেছি কেবল মাত্র মুসলিম বিশ্বে নয় , পশ্চিম দুনিয়ায়ও। তা হলে পাশ্চাত্য জগতের সবাইকে কি তারা ইসলাম ধর্মে দীক্ষিত করতে চায় । তা বোধ হয় নয় ।

XS
SM
MD
LG