অ্যাকসেসিবিলিটি লিংক

কোটি কোটি মানুষ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছে না


ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, ফেসবুক সদর দফতরের ভিতরের ছবি।
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্ক, ফেসবুক সদর দফতরের ভিতরের ছবি।

সার্ভার ডাউন হবার ফলে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ধু, পরিবার এবং অন্যান্যদের সাথে সংযোগ করতে পারছেনা।

সোমবার কোম্পানিটি টুইট করে বলেছে, “আমরা জানি যে কিছু মানুষ আমাদের অ্যাপ এবং অন্যান্য সেবা গ্রহণ করতে পারছেনা। আমরা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করছি এবং যে কোন অসুবিধার জন্য আমরা দুঃখিত”।

আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় সকাল ১১:৪৫ এর দিকে এই বিভ্রাট শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ফেসবুকের অভ্যন্তরীণ নথিতে দেখা গেছে যে কোম্পানিটি তার পণ্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু সম্ভাব্য ক্ষতির মোকাবেলায় তেমন কিছুই তারা করে না। সিবিএসের "সিক্সটি মিনিটস" অনুষ্ঠান রবিবার ফ্রান্সেস হাউজেন নামের এক সতর্ককারীর সাক্ষাৎকার সম্প্রচার করে, যিনি ওই শো-তে সোশ্যাল মিডিয়া জায়ান্ট সম্পর্কে তার অভিযোগগুলি তুলে ধরেন।

মঙ্গলবার সেনেট উপকমিটির সামনে হাউজেন সাক্ষ্য দেবেন বলে আশা করা হচ্ছে। তবে ফেসবুক বলছে তার অভিযোগ বিভ্রান্তিকর।

[ এই প্রতিবেদনে কিছু তথ্য অ্যাসোসিয়েটেড প্রেস থেকে নেয়া ]।

XS
SM
MD
LG