অ্যাকসেসিবিলিটি লিংক

করাচিতে পাকিস্তানি সাংবাদিক গুলিবিদ্ধ


পাকিস্তানে পুলিশ বলছে যে বন্দুকধারীরা পাকিস্তানী টেলিভিশনের প্রখ্যাত উপস্থাপককে গুলি করেছ। সে দেশে সাংবাদিকদের ওপর উপর্যুপরি হামলার এটি সর্বসাম্প্রতিক ঘটনা।

বেসরকারী টেলিভিশন চ্যানেল জিওর উপস্থাপক হামিদ মীরের ওপর আজ শনিবার করাচিতে আক্রমণ চালানো হয়েছে। তবে আশা করা হচ্ছে যে তিনি প্রাণে বেঁচে যাবেন।

মোটর সাইকেল এবং গাড়িতে করে আসা বন্দুকধারীরা করাচি বিমান বন্দরে মির হামিদের গাড়িতে গুলি চালায়।

জিও নিউজ এই আক্রমণকে লক্ষ্য স্থির করে গুলি করার ঘটনা বলে বর্ণনা করেছে।

পুলিশ বলছে মীরের পেট , পা এবং মেরুদন্ডের নীচের এলাকায় তিনটি গুলি লাগে।

পাকিস্তান হচ্ছে সাংবাদিকদের জন্যে বিশ্বের সব চেয়ে বিপজ্জনক দেশ এবং মীরের ওপর আক্রমণ এই প্রথম নয়।

জিও বলে যে ২০১২ সালে ইসলামাবাদে মীরের গাড়ির নীচে বিস্ফোরক পাওয় যায়।
XS
SM
MD
LG