অ্যাকসেসিবিলিটি লিংক

আজ রবিবার যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে পিতৃদিবস


Madeleine Klonoski, 2, sits on her father's leg at a kite festival in Redondo Beach, California, March 8, 2015.
Madeleine Klonoski, 2, sits on her father's leg at a kite festival in Redondo Beach, California, March 8, 2015.

রবিবার যুক্তরাষ্ট্রে পিতৃদিবস পালিত হচ্ছে। মানুষের জীবনে বাবার অবদান স্মরণ করা হয় ও উদযাপন করা হয় এই দিনে। প্রতি বছর জুন মাসে তৃতীয় রবিবার এই দিনটি উদযাপিত হয়।এটি সরকারি ছুটির দিন নয়। এ বছর উত্তর গোলার্ধে, গ্রীস্মের প্রথম দিনে পিতৃ দিবস পালিত হচ্ছে।

সাধারনত পরিবারের সদস্যরা বাবাকে নিয়ে বাইরে খেতে যান, উপহার দেন, ইত্যাদি। অর্থনীতিবিদরা বলেন প্রতি বছর আমেরিকানরা পিতৃ দিবদের উপহারের জন্য ১০০ কোটি ডলারের বেশি ব্যয় করেন।

১৯০৮ সালের ৫ই জুলাই ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যে ফাদার্স ডে উদযাপন শুরু হয় যখন গীর্জায় রবিবারের প্রার্থনা সভায় ৩৬২ জনকে স্মরণ করা হয় যারা তার আগের বছর কয়লার খনিতে বিস্ফোরণে প্রণ হারায়।

১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ফাদার্স ডেকে জাতীয় চুটির দিন হিসেবে স্বীকৃতি দেন।

XS
SM
MD
LG