অ্যাকসেসিবিলিটি লিংক

আল কায়েদার চেয়ে সতর্ক ও তৎপর ইসলামিক স্টেট: এফবিআই পরিচালক জেমস কোমে


এফবিআই পরিচালক জেমস কোমে বলেছেন অনলাইনের মাধ্যমে ইসলামিক স্টেট গোষ্ঠির তাদের দলে যোদ্ধা নিয়োগের তৎপরতা যুক্তরাস্ট্রের জন্যে আল কায়েদার চেয়ে বড় সন্ত্রাসী হুমকী।

কলোরাডোয় এক নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেয়ার সময় কোমে সামাজিক মাধ্যমে ঐ সন্ত্রাসী গোষ্ঠির কর্মকান্ডের প্রতি সকলকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘ISIL আপনাকে নানাভাবে খোচাবে। টুইটারও তারা সক্রিয়’। তিনি বলেন আল কায়েদার চেয়ে সতর্ক ও তৎপর ইসলামিক স্টেট। তারা অস্থিতিশীল সমস্যায় আক্রান্ত মাদকাসক্তদেরকে তাদের দলে ভেড়ায়।

কোমে বলেন ইসলামিক স্টেটের টুইটার এ্যাকাউন্টে প্রায় ২১ হাজার ইংরেজী ভাষার অনুসারী রয়েছে যার মধ্যে শতশত বা হাজার হাজার আছে যুক্তরাস্ট্র থেকেই।

এফবিআইয়ের কাছে কয়েকশত মামলা তদন্তাধীন রয়েছে যেসব মামলায় যুক্তরাস্ট্রের নাগরিকদের জঙ্গীবাদের প্রতি আকৃষ্ট করা এবং সন্ত্রাসী হামলার আশংকা রয়েছে।

XS
SM
MD
LG