কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সী বা FEMA ভ্যাকসিন কর্মসূচি তরান্বিত করতে, পেন্টাগনের কাছে যে আবেদন জানায়, পেন্টাগন তা পৰ্য্যালোচনা করে দেখছে I পেন্টাগনের মুখপাত্র, জন কারবি জানান, কতটা সেনা নিয়োজিত করা যাবে, তা এখনো আলোচনাধীন, তবে হাজার হাজার সেনা টিকা কর্মসূটিতে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে I
প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বাস করেন, যে প্রশাসনের প্রথম ১০০ দিনে এক কোটি ৫০ লক্ষ টিকাদান সম্ভবপর হতে পারে I
পেন্টাগন থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি ও অনুরোধের গুরুত্ব বিবেচনা করে তারা, টিকাদান কর্মসূচিতে অংশ নেবার বিষয়টি সতর্কতার সঙ্গে পৰ্য্যালোচনা করে দেখছেন I