যুক্তরাষ্ট্রের ফার্গুসান শহরে নিরস্ত্র এক কিশোরকে এক পুলিশ গুলি করে হত্যা করার ঘটনার আজ এক বছর পুর্তি হলো। ওই ঘটনার ফলে সারা দেশে পুলিশের বল প্রয়োগ বিশেষ করে সংখ্যালঘুদের বিরুদ্ধে তা করার বিষয়ে ব্যাপক আলোচনা সংলাপ শুরু হয়।
শনিবার, Michael Brown Sr Missouri, রাজ্যের ফার্গুসান শহরে মিছিলে নেতৃত্ব দেন। তার পুত্র Michael Brownকে এক সেতাঙ্গ পুলিশ গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়।
যে অফিসার গুলি চালায় তাকে অভিযুক্ত করা হয়নি।