অ্যাকসেসিবিলিটি লিংক

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের নিলাম স্থগিত করেছে ফিফা


বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কমিটিকে ঘিরে দুর্নিতীর অপবাদ চলায় ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের নিলাম স্থগিত করেছে ফিফা।

ফিফা সেক্রেটারী জেরোমি ভালকে বুধবার রাশিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন, “এই সময়ে নিলাম প্রক্রিয়া শুরু করাটা হবে বোকামি”।

কথা ছিল ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজক নির্ধারণ করা হবে ২০১৭ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা সদস্যদের এক বৈঠকে। তবে এ বিষয়ে কবে কখন সিদ্ধান্ত হবে তা এখনো পনিরস্কার নয়।

ধারনা করা হয় আয়োজক হিসাবে নিলামে অংশগ্রহণকারীদের সম্ভাব্য দেশ হচ্ছে যুক্তরাস্ট্র, ক্যানাডা, মেক্সিকো, ও ইউরেপীয়ন দেশসমূহ।

সম্প্রতি কিছু ফিফা কর্মকর্তাদর বিরুদ্ধে দুর্নিতী অর্থ কেলেংকারিসহ নানা অভিযোগ ওঠে। এতে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের নামও আসে। এর ফলে তিনি পদত্যাগের ঘোষণাও দেন। তবে সে সিদ্ধান্ত কার্যকরী হবে এ বছর ডিসেম্বর থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে যে কোনো সময়ে ফিফার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর।

XS
SM
MD
LG