অ্যাকসেসিবিলিটি লিংক

চূড়ান্ত বিতর্কে দুই প্রার্থীর শালীন আচরণ, উপভোগ্য বিতর্ক 


Trump and Biden
Trump and Biden

বৃহস্পতিবার রাতে নির্বাচনের প্রাক্কালে, চূড়ান্ত বিতর্কে, দুই প্রার্থী অত্যন্ত ভদ্রোচিত, তবে তীক্ষ্নভাবে একে ওপরের বিরুদ্ধে যুক্তিতর্ক উত্থাপন করেনI অনুষ্ঠানের মূলআকর্ষণ হয়ে দাঁড়ান বিতর্কের উপস্থাপিকা, যিনি নিপুণতার সঙ্গে পরিচালনা করেছেনI

জো বাইডেন প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা সঙ্কটে ব্যর্থতার অভিযোগ করে বলেন, তিনি বলেছেন সংক্রমণ শীঘ্রই চলে যাবে, অথচ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ২.২২.০০০ ছাড়িয়ে যায় এবং গড়ে প্রতিদিন ১০০০ জনের মত জনগণ প্রাণ হারাচ্ছেনI বাইডেন বলেন, যেই এর জন্য দায়ী, তাঁর প্রেসিডেন্টের পদে থাকা উচিত নয়I তিনিই হচ্ছেন এই ব্যক্তি, যিনি বলেছিলেন 'ইস্টারের' নধ্যে ভাইরাস চলে যাবেI

অন্যদিকে ট্রাম্প, বাইডেনের সমালোচনা করে বলেন, বাইডেন প্রেসিডেন্ট হলে তিনি ভাইরাস নির্মূল করতে, দেশের অথনীতি বন্ধ করে দিতে চানI

এই চূড়ান্ত বিতর্ক ছিল প্রথম বিতর্কের চাইতে ভিন্নতর ,মার্জিত, পরিশীলিতI উদ্বোধনী ২ মিনিটের বক্তব্যে কেউ কাউকে হস্তক্ষেপ করেন নিI একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখার সময়, তারা উভয়েই ছিলেন উজ্জীবিত, তবে প্রথম বিতর্কের মতো এই বিতর্কে কেউ কারুর সীমানা লঙ্ঘন করেন নিI

সংঘাত এড়াতে, মুখোমুখি না হতে, ৪,৭০,০০০ আমেরিকান ইতিমধ্যেই ভোট দিয়ে দিয়েছেনI বাইডেনের সমর্থনকারীরা জানান, তারা চান প্রেসিডেন্ট ট্রাম্প যেন যুক্তরাষ্ট্রের ৪ দশকের ইতিহাসে তৃতীয় একজন প্রেসিডেন্ট হবেন, যিনি পুনর্নির্বাচিত হবেন না I

জাতীয় ও রাজ্যভিত্তিক জরিপে ৮-১০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকা, প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এই বিতর্ক ছিল, ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগI করোনা সংক্রমণ ও অভিবাসন ছাড়াও, দুই প্রার্থীকে আমেরিকান পরিবার, মূল্যবোধ, যুক্তরাষ্ট্রের বর্ণ বৈষম্য , জলবায়ু পরিবর্তন, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্ব বিষয়ে জিজ্ঞাসা করা হয়I

XS
SM
MD
LG