অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডা ভবন ধ্বসের তল্লাশি অব্যাহত, মৃতের সংখ্যা ১৯-এ দাঁড়িয়েছে 


মঙ্গলবার দিনের শেষে উদ্ধারকর্মীরা ফ্লোরিডার ধ্বসে পড়া ভবনের একাংশ থেকে আরো মৃতদেহ উদ্ধার করেন I মায়ামি ডেইড'র মেয়র, ড্যানিয়েলা লেভিন কাভা বুধবার মৃতের সংখ্যা ১৯ বলে নিশ্চিত করেছেনI সংবাদ সম্মেলনে মেয়র, কাভা বলেন "যতটুকু করা সম্ভব, আমরা করে যাচ্ছি, এই বিয়োগাত্মক ঘটনায় স্বজনহারাদের ব্যথা কাটিয়ে উঠতে আমরা সবাই একত্রিত হয়েছি"I

কর্মকর্তারা জানান, ১৪৭ জন এখনো নিখোঁজ রয়েছেন, তবে তারা আটকা পড়া আরো জীবিতদের খুঁজে পেতে আশাবাদীI কর্তৃপক্ষ উদ্ধার অভিযান জোরদার করতে আরো তল্লাশি দলের জন্য অনুরোধ জানিয়েছেনI ১২ তালা ভবনের প্রায় অর্ধেকটাই গত বৃহস্পতিবার ধ্বসে পরে এবং সেই থেকে উদ্ধারকারী দল ক্রেইন, সোনার প্রযুক্তি ও তল্লাশি কুকুরের সহায়তায় অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করেছেনI কর্মকর্তারা জানান, এই উদ্ধার অভিযানে তল্লাশি দল তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেনI

প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলে যাবেন I প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট বাইডেন তল্লাশি অভিযানে যারা দিন-রাত কাজ করে যাচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানান এবং যারা স্বজনহারাদের প্রতীক্ষায় রয়েছেন তিনি তাদের সঙ্গে মিলিত হতে চানI

মেয়র কাভা, প্রেসিডেন্ট বাইডেনের আসন্ন এলাকা সফরকে স্বাগত জানিয়েছেনI

XS
SM
MD
LG