ফ্লোরিডার তিতাসভিলের একটি মসজিদে ম্যাশেটি বা রামদা এবং শুয়োরের শরীরের অংশ দিয়ে তৈরি পন্য রাখার অভিযোগে এক ব্যাক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ৩৫ বছর বয়সী ওই ব্যাক্তির নাম মিশেল স্কট উল্ফ। তাকে বর্ণবাদী আচরনের দায়ে অভিযুক্ত করা হবে কিনা সে বিষয়ে এখন নিশ্চিত নয়।
পহেলা জানুয়ারী উল্ফ তার রামদা দিয়ে সেন্ট্রাল ফ্লোরিডা ইসলামিক সোসাইটির মসজিদ আল মুনিনের জানালার কাচ, লাইট ও ক্যামেরা ভাঙ্গে। এছাড়া মসজিদের দরজার কাছে সে শুয়োরের মাংসের তৈরী কিছু পন্য রাখে বলে অভিযোগ ওঠে।