ফোর্বস ম্যাগাজিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মানুষ হিসাবে ঘোষণা করা হয়েছে।
ম্যগাজিনের তরফে বলা হয় পুতিন প্রমান করে চলেছেন যে তিনি যা চান তা করার ক্ষেত্রে তিনি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তশালি ব্যাক্তি। পুতিন এ নিয়ে তৃতীয় বছর এ অবস্থান ধরে রাখলেন।
ফোর্বসের মতে জার্মানীর এ্যাঙ্গেলা মার্কেল এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। ফোর্বসের বিশ্বের শীর্ষ ৭৩ জন ক্ষমতাশীল ব্যাক্তির মধ্যে গত ৭ বছরে এই কোনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি এ তালিকায় শীর্ষ দুইজনের মধ্যে থাকলেন না।
পোপ ফ্র্যান্সিসকে চতুর্থ ও চীনের প্রসিডেন্ট শি জিনপিংকে বিশ্বের ৫ম ক্ষমতাশীল ব্যাক্তির অবস্থানে রাখা হয়েছে। সৌদী বাদশা সালমান বিন আব্দুলাজিজ ১৪তম অবস্থানে উঠে এসেছেন।
হিলারী ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প এই তালিকার যথাক্রমে ৫৮ ও ৭২তম অবস্থানে রয়েছেন।