অ্যাকসেসিবিলিটি লিংক

২৪টি রাষ্ট্রের একটি প্রতিনিধি দল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পৌঁছেছে


জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজ বুধবার ২৪টি রাষ্ট্রের একটি প্রতিনিধিদল গিয়ে পৌঁছেছে। তাঁরা ওই কেন্দ্রশাসিত অঞ্চলে এখন অবস্থা কী রকম তা ঘুরে দেখবেন, স্থানীয় লোকদের সঙ্গে, ছাত্রদের সঙ্গে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো আস্তুতো। এই নিয়ে গত এক বছরে তিনবার বিদেশি প্রতিনিধিদল শ্রীনগর সফরে গেল। তবে গত দুটি সফরের থেকে এবারের সফরের পার্থক্য হচ্ছে, এবার ওঁরা শ্রীনগরের বাইরেও কয়েকটি জায়গায় ঘুরে দেখবেন। গতকালকেই সরকার শ্রীনগরের নানা জায়গায় নিরাপত্তা বাহিনীর তৈরি অবরোধ ও বাঙ্কারগুলো সরিয়ে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বারবার করে বলেছে, যত তাড়াতাড়ি সম্ভব জম্মু-কাশ্মীরে যেন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।

সরাসরি লিংক

ভারতের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় প্রশাসন আশ্বাস দিয়েছে, অবস্থা স্বাভাবিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ইন্টারনেট এবং মোবাইল ডেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত পুরো স্বাভাবিক অবস্থা আসতে পারবে না। এখনও প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গায় জঙ্গিরা হানা দেওয়ার চেষ্টা করছে। স্থানীয় মানুষদের তারা ভয় দেখাচ্ছে। সহযোগিতা না করলে খুন করছে। বিদেশি প্রতিনিধি দল এই বিষয়গুলো নিয়ে স্থানীয় মানুষ, বিশেষ করে ছাত্রদের সঙ্গে কথাবার্তা বলবে।

XS
SM
MD
LG