ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আরিয়েল শ্যারণ তেল আবিবের কাছে একটি হাসপাতালে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ২০০৬ সালে মারাত্মক স্ট্রোকে আক্রান্ত হবার পর থেকে অচেতন ছিলেন ।
সেবা মেডিকেল সেন্টারের পরিচালক শ্লোমো নয় বলছেন যে শনিবার তাঁর পরিবারের সান্নিধ্যেই তিনি শান্তিতে প্রাণ ত্যাগ করেন তবে গত সাত বছরে তাঁর জ্ঞান কখনোই পুরোপুরি ফেরেনি। মি নয় আরও বলেন যে গত সপ্তায় ইসরাইলি নেতার স্বাস্থ্যের অবনতি ঘটা সত্বেও তিনি আশ্চর্য শক্তি ও মনোবলের পরিচয় দিয়েছেন
মারাত্মক এক স্ট্রোকের পর , ২০০৬ সাল থেকে মি শ্যারন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন । হাসপাতালের পরিচালক বলেন মি শ্যারন , খুব সামান্যই সচেতন ছিলেন। এক সপ্তা আগে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছিলেন যে তাঁর কিডনি এবং অন্যান্য গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ক্রমশই লোপ পায়।
মি শ্যারন ২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুস্থ্য হয়ে পড়া পর্যন্ত ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মি শারনকে ইসরাইলের একজন অত্যন্ত কঠোর প্রকৃতির নেতা বলে মনে করা হয় , যিনি ইসরাইলিদের প্রতিরক্ষার জন্যে কোন চেষ্টাই বাদ দেননি। তাঁর সময়ে ২০০৫ সালে ইসরাইল গাজা ভুখন্ড থেকে সরে আসে।
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু বলেছেন যে মি শ্যারনের মৃত্যুতে ঐ ইহুদি রাষট্রটি গভীর ভাবে মর্মাহত। তিনি বলেন এই সাবেক নেতা তাঁর দেশে অমর হয়ে থাকবেন।
ও দিকে হোয়াইট হাউজ প্রেসিডেন্ট বারাক ওবামার একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে তিনি আমেরিকান জনগন , মিশেল ওবামা এবং তাঁর নিজের পক্ষ থেকে সাবেক ইসরাইল প্রধানমন্ত্রী অ্যারিয়েল শারনের মৃত্যুতে গভীল শোক প্রকাশ করেন। তিনি তাকেঁ এমন একজন নেতা বলে বর্নণা করেন যিনি ইসরাইলের জন্যে তাঁর জীবন উৎসর্গ করেছেন।