অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের পেসিডেন্ট পদপ্রার্থীর তথ্য হ্যাকিং এর কবলে


ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকা মধ্যপন্থি প্রার্থী ইমানুয়েল ম্যাক্রঁ ‘র নির্বাচনী টিম গত রাতে জানিয়েছে যে তারা ব্যাপক এবং সমন্বিত হ্যাকিং হামলার সম্মুখীন যাতে নির্বাচনী অভিযানের সময়কার ইমেইল এবং আর্থিক নথিপত্র ফাঁস করা হয়েছে।

এই সব তথ্য ফাঁস হবার ঘটনাকে ফরাসি নির্বাচনে অভুতপূর্ব ঘটনা বলে অভিহিত করে ম্যাক্রনের কর্মীরা বলেন হাজার হাজার ইমেইল , হিসাবের নথিপত্র এবং অন্যান্য কাগজপত্র ফাঁস হওয়া গণতন্ত্রকে অস্থিতিশীল করার প্রচেষ্টা যা যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী অভিযানের সময়ও লক্ষ্য করা গেছে।

এক বিবৃতিতে ম্যাক্রনের সহযোগীরা বলছেন , হ্যাক করা নথিপত্রগুলো সবই বৈধ এবং প্রেসিডেন্টের নির্বাচনী অভিযানের নিদর্শন।

শুক্রবার মধ্যরাতের আগে নিজেদের এমলিক্স বলে পরিচয় দানকারী কোন একজন , সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব নথিপত্র পোস্ট করেন। এ দিকে রোববারের নির্বাচনের জন্য ৩৯ বছর বয়সী এই প্রার্থি ম্যাক্রন এবং তাঁর চরম ডানপন্থি প্রতিদ্বন্দী মারিন ল’ পেন সরকারী ভাবে তাঁদের প্রচার অভিযানের সমাপ্তি টেনেছেন।

শুক্রবার দিনে আরও আগের দিকে প্রকাশিত এক জরিপে দেখা গেছে ম্যাক্রন প্রায় ৬২ শতাংশ ভোটে ল পেনের তলনায় এগিয়ে আছেন।

XS
SM
MD
LG