প্যারিসে শুক্রবারের হামলার পর দেশব্যাপী অতর্কিত অভিযান চালিয়ে পুলিশ ২৩ ব্যাক্তিকে আটক করেছে। ফ্রান্সের কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ঐ বর্বরোচিত হামলার সন্দেহভাজন প্রধান পরিকল্পনাকারীকে তারা সনাক্ত করতে পেরেছে।
মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক আবদেল হামিদ আবাউদই ঐ হামলার সম্ভাব্য মূলহোতা। প্যারিস আক্রমণে ১২৯ জন প্রাণ হারান। বেলজিয়াম কর্তৃপক্ষ এ বছরের গোঁড়ার দিকে পুলিশের ওপরে সন্ত্রাসী আক্রমণ চালানো অভিযোগে আবাউদকে আটক করার চেষ্টা করে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী বার্ণাড কাজেন্যুভে সোমবার জানিয়েছেন যে রাতভর পুলিশ অন্তত ১৭০ টি অভিযান চালিয়েছে।
প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সোমবার সরবনে অনুষ্টিত স্মরণ সভায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া হল্যান্ডের নেতৃত্ব ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আমেরিকার ক্যালিফোর্নিয়া ষ্টেট ইউনিভার্সিটি লং বিচ-এর ছাত্রী নোহেমী গঞ্জালেস প্যারিসে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত স্মরণ সভায় যোগদান পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এবং শত শত মানুষ ।