অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্রে সজ্জিত করার বিষয়ে বিবেচনা করেছে


ফ্রান্স বলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহীরা লড়ছে তাদের সাহায্য করার লক্ষ্যে সিরিয়ার উপর আরোপিত বর্তমানের অস্ত্র নিশেধাজ্ঞার তালিকা থেকে প্রতিরক্ষামূলক অস্ত্র বাদ দেওয়ার কথা তারা বিবেচনা করবে।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফাবিয়াস বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বলেছেন তার দেশ তাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে সিরিয়ার বিষয়ে একটা সমন্বিত পরিকল্পনা প্রনয়নের জন্য কাজ করবে।

সিরিয়ায় নব গঠিত বিরোধী কোয়ালিশনকে মঙ্গলবার ফ্রান্সই প্রথম স্বীকৃতি দেয়। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ সিরিয়ার বিরোধী কোয়ালিশনের নেতাদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করবেন।

সিরিয়ায় নব গঠিত বিরোধী কোয়ালিশনকে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র বলেছে কোয়ালিশনকে প্রথমে প্রমান করতে হবে যে তারা স্বীকৃতি পাবার যোগ্য। এর আগে কোয়ালিশনে অনেক বিরোধ ছিল এবং ইসলামপন্থীদের প্রভাবের অভিযোগ ছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টান বুধবার বলেছেন কোয়ালিশন গঠনটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু এর আগের সংগঠন সিরিয়ান ন্যাশেনাল কাউনসিলের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল।
XS
SM
MD
LG