অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারে প্রবেশের পর ফরাসি সেনারা বিক্ষোভের মুখে 


বুরকিনা ফাসোর সেনারা উত্তর মধ্যাঞ্চলীয় এলাকার রাজধানী, কায়াতে নিজারে প্রবেশের সময় বাধাপ্রাপ্ত ফরাসি সেনাদের সামরিক কনভয় পাহারা দিচ্ছেন,ফাইল ছবি,২০শে
নভেম্বর,ছবি/অলিম্পিয়া দে মাইজমন্ট/এএফপি
বুরকিনা ফাসোর সেনারা উত্তর মধ্যাঞ্চলীয় এলাকার রাজধানী, কায়াতে নিজারে প্রবেশের সময় বাধাপ্রাপ্ত ফরাসি সেনাদের সামরিক কনভয় পাহারা দিচ্ছেন,ফাইল ছবি,২০শে নভেম্বর,ছবি/অলিম্পিয়া দে মাইজমন্ট/এএফপি

ফরাসি সামরিক সূত্রে বলা হয়, প্রতিবাদকারীরা শনিবার বুরকিনা ফাসো থেকে আসা ফরাসি একটি সামরিক কনভয়কে নিজারে প্রবেশের পর বাধা দেয়I প্রাক্তন ঔপনিবেশিক শাসকের বিরুদ্ধে বিক্ষোভের দরুন তারা সেখানে সপ্তাখানেক ধরে আটকা পড়েছিল।

সামরিক মুখপাত্র পাস্কাল ইয়ানি বলেন,ফরাসি সেনা ও নিজারের সেনাবাহিনী রাজধানী নিয়ামির দিকে চলে যাবার আগে, প্রতিবাদকারীরা যেন তাদের যানবাহরের দিকে না আসতে পারে, সেজন্য তাদের সতর্ক করার জন্য গুলি ছোড়েI

ফ্রান্সের সাবেক উপনিবেশগুলোতে ফরাসি সামরিক বাহিনীর উপস্থিতি নিজার, বুরকিনা ফাসো এবং পশ্চিম আফ্রিকার বহু সাহেল অঞ্চলের দেশগুলোতে ক্রোধের সঞ্চার করেছে। ঐ সব অঞ্চলে ফ্রান্স আল কায়দা ও সহযোগী দলগুলোর বিরুদ্ধে লড়তে হাজার হাজার সেনা পাঠিয়েছেI

গত সপ্তাহান্তে শত শত লোক বুর্কিনাবের কায়া শহরে ফ্রান্সের সাঁজোয়া গাড়ি ও লজিস্টিক ট্রাকগুলোকে বাধা দেয়I তারা ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সেনাদের ব্যর্থতার জন্য প্রতিবাদ জানাচ্ছিলেনI

XS
SM
MD
LG