একজন আত্মঘাতী বোমাবাজ আজ ইরাকের উত্তরাঞ্চলে একটি শেষকৃত্য অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ ঘটালে অন্তত ২৩ জন নিহত হয়েছে। গোলযোগপূর্ণ নিনেভেহ প্রদেশের মসেল শহরে কাছে এই আক্রমণটি ঘটে। চিকিৎসা কর্মকর্তারা বলছেন যে বিস্ফোরক ভর্তি বেল্ট পরা বোমা বাজটি শোকার্ত লোকদের লক্ষ্যবস্তু করে। এই সব সংখ্যালঘু লোক শাবাক গোষ্ঠির একজন সদস্যের স্বাভাবিক মৃত্যুতে শোক প্রকাশ করছিলেন।
তাৎক্ষনিক ভাবে এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিরা বহু জাতিগোষ্ঠি মিশ্রিত এই প্রদেশটির বহু জায়গায় আগেও হামলা চালিয়েছে। জাতিসংঘের হিসেবে অনুযায় অগাস্ট মাসে গোটা ইরাকে ৪৮০০ ‘র ও বেশি অসামরিক লোককে হত্যা করা হয়েছে; যা কীনা গত বছরের একই সময়ে সংখ্যার দ্বিগুণ।
তাৎক্ষনিক ভাবে এই আক্রমণের দায় কেউ স্বীকার করেনি। তবে জঙ্গিরা বহু জাতিগোষ্ঠি মিশ্রিত এই প্রদেশটির বহু জায়গায় আগেও হামলা চালিয়েছে। জাতিসংঘের হিসেবে অনুযায় অগাস্ট মাসে গোটা ইরাকে ৪৮০০ ‘র ও বেশি অসামরিক লোককে হত্যা করা হয়েছে; যা কীনা গত বছরের একই সময়ে সংখ্যার দ্বিগুণ।