অ্যাকসেসিবিলিটি লিংক

জি টোয়েন্টি নেতারা কয়লাচালিত জ্বালানী কেন্দ্রের জন্য অর্থায়ন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন


ছবিতে ট্রেভি ফাউন্টেনের সামনে জি টোয়েন্টির নেতাদের দেখা যাচ্ছে। অক্টোবর ৩১, ২০২১।
ছবিতে ট্রেভি ফাউন্টেনের সামনে জি টোয়েন্টির নেতাদের দেখা যাচ্ছে। অক্টোবর ৩১, ২০২১।

রোমে অনুষ্ঠিত বৈঠকে জি টোয়েন্টি নেতারা এই শতকের প্রায় মাঝামাঝি নাগাদ বিষাক্ত কার্বন গ্যাস নির্গমন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করতে সম্মত হয়েছেন এবং এই বছরের শেষ নাগাদ বিদেশে কয়লাচালিত জ্বালানী কেন্দ্রের জন্য অর্থায়ন বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে এই সপ্তাহে জাতিসংঘের জলবাযু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ টোয়েন্টি সিক্সের আগেই রোমে দুই দিনের স্যামিট শেষে রবিবার চূড়ান্ত ঘোষণাটি জারি করা হলো।

রোমে নেতারা বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করার লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টার কথা উল্লেখ করেন। ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বলা হয়েছিল, বৈশ্বিক উষ্ণতা প্রাক-শিল্পযুগের চাইতে ২ ড্রিগি সেলসিয়াস, সম্ভব হলে ১.৫ ডিগ্রি ওপরে রাখা।

রয়টার্সের তথ্য অনুযায়ী ঐ ঘোষণাটিতে বলা হয়েছে, "আমরা স্বীকার করছি যে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো ২ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় অনেক কম। তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নাগালের মধ্যে রাখার জন্য সব দেশের অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপ ও প্রতিশ্রুতি প্রয়োজন"।

১৯টি দেশের সমন্বিত গ্রুপ এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের তিন-চতুর্থাংশেরও বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী।


XS
SM
MD
LG