অ্যাকসেসিবিলিটি লিংক

শীর্ষস্থানীয় অর্থনীতির অর্থ মন্ত্রীরা করোনভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলা করার লক্ষ্যে বৈঠকে মিলিত হচ্ছেন


সাতটি শীর্ষস্থানীয় অর্থনীতির অর্থ মন্ত্রীরা করোনভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলা করার লক্ষ্যে মঙ্গলবার বৈঠকে মিলিত হচ্ছেন। কমপক্ষে ৭০টি দেশের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে চীনের বাইরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ কোরিয়া।

জি-7 এর আলোচনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জা-ইন করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানে অর্থ সহায়তা চেয়েছেণ।এ পর্যন্ত প্রায় ৫০০০ মানুষ আক্রান্ত হয়েছে। তিনি বলেন পুরো দেশ এক মারাত্মক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।

ওদিকে,বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা এই প্রাদুর্ভাব মোকাবেলা করতে ইরানে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সাহায্য করতে ইরানে পৌঁছেছেন। চীনে নতুন করে সংক্রমিতের সংখ্যা কমেছে। মঙ্গলবার ১২৫জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে সর্বমোট ৬জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ১০০ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩১০০ এবং আক্রান্তের সংখ্যা ৯০,০০০।

XS
SM
MD
LG