অ্যাকসেসিবিলিটি লিংক

১শ’ কোটি ডোজ ভ্যাকসিন দেয়ার অঙ্গিকার করেছে জি-৭


দরিদ্র দেশগুলির জন্য ১০০ কোটি ডোজ ভ্যাকসিন অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন জি-৭ এর রাষ্ট্রপ্রধানেরা। যুক্তরাজ্যের কর্নওয়ালে তিন দিনের সম্মেলনের শেষ দিনে এ অঙ্গিকার করেন ধনী দেশগুলোর নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এক সংবাদ সম্মেলনে জানান, এসব অনুদান সরাসরি বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। এসময় তারা বলেন, বিশ্বব্যাপী ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও চিকিৎসা বিকাশে কাজ করবে জি-৭। এছাড়া সারাবিশ্বে পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান তারা। জি-৭ এর লক্ষ্য বিশ্বে ৪০ মিলিয়ন মেয়ে শিশুকে স্কুলমুখি করা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

এছাড়া জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসিকে কয়লাভিত্তিক কোন প্রকল্প হাতে না নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের ধনী দেশগুলোর এই জোট। জোটের নেতারা বলছেন জি-৭ দেশগুলো কয়লাভিক্তিক যেকোন প্রকল্প থেকে সরে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক বিবেচনায় অন্য দেশগুলোরও এখনই সরে আসা উচিত। এছাড়া উইঘুর মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে জিনজিয়ানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে জি-৭ সম্মেলন শুরু হয়। জি-৭ এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, ফ্রান্স ও জাপানের নেতারা করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরুর পর এবারই প্রথম সশরীরে এ সম্মেলনে যোগ দিলেন।

XS
SM
MD
LG