অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিষয় জাতিসংঘের দূত নতুন আন্তর্জাতিক আলোচনার আবেদন জানিয়েছেন


১০ বছরের সিরীয় সংঘাতের কোন অগ্রগতি না হওয়ায়, সিরিয়া বিষয় জাতিসংঘের বিশেষ দূত, শুক্রবার নতুন দফা আন্তর্জাতিক আলোচনার আবেদন জানিয়েছেন, যেখানে বন্দি বিনিময় এবং সরকার ও বিরোধী পক্ষ সম্মত হয়, এমন সারা দেশজুড়ে যুদ্ধবিরতি পালন করা সম্পর্কিত কার্যকর পদক্ষেপ নেয়া যায়, যে পদক্ষেপ রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হতে পারেI

বিশেষ দূত, গেইর পেডেরসেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেন, অভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা ও আস্থা গড়ার কাজ কোনো সহজ কাজ নয়I তবে তিনি মনে করেন বিবাদমান দলগুলি আগামীতে আরো কার্যকর আলোচনা চালাতে আগ্রহী I সে কারণেই সিরিয়া বিষয় নতুন গঠনাত্মক আন্তর্জাতিক আলোচনা শুরু করা প্রয়োজনI

বিশেষ দূত পেডেরসেন বলেন, তিনি একাধারে সিরিয়ার ঘনিষ্ট মিত্র রাশিয়া এবং সিরিয়ায় বিরোধীদের সমর্থনকারী, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেনI এছাড়াও ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বহু দেশের সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ বজায় রাখছেনI

বিশেষ দূত, পেডেরসেন সিরিয়া বিষয় ইতালি ও যুক্তরাষ্ট্র আহুত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে রোম সফর করবেনI তারপর তিনি আলোচনার জন্য মস্কো যাবেনI

XS
SM
MD
LG