অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান উইংসের সহকারী পাইলট অসুস্থতার কথা গোপন করে ছিলেন


জার্মানীর অভিশংসকেরা শুক্রবার জানিয়েছে যে Germanwings এয়ার লাইনেসের যাত্রীবাহী জেট বিমানের সহকারী পাইলট সুপরিকল্পিত ভাবেই ১৫০ জন যাত্রী নিয়ে আলপ্স পর্বতে বিমানটি বিধ্বস্ত করেছে্ন। ঐ পাইলট কর্মক্ষেত্রে তার অসুস্থতার কথা গোপন করে ছিলেন ।

জার্মানীতে যেসব শহরে ২৭ বছর বয়সী আন্দ্রেস লুবিটজ ( Lubitz' ) বাস করতেন যেখান থেকে তার অসুস্থতা সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। যেদিন বিমানটি বিধ্বস্ত হয়েছে ঠিক ঐদিনটিতে তাকে ছুটি দেওয়া হয়েছিল।

একটি বিবৃতিতে আইনজীবিরা জানিয়েছেন যে চিকিতসা সংক্রান্ত যে তথ্য তারা পেয়েছেন-- / তার মধ্যে তার আগে থেকে অসুস্থ থাকার এবং প্রয়োজনীয় চিকিতসা সংক্রান্ত তথ্য রয়েছে।

ঐ বিবৃতিতে, রোগের নাম দেওয়া হয়নি তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে Lubitz বিষন্নতায় ভুগছিলেন ।

অভিশংসক ব্রিস রবিন বলেন/ বিমানের voice recorderএ এই ইংগিত পাওয়া যায় যে লুবিটজ এয়ারবাস A320 এর নিয়ন্ত্রন নেন এবং ঘন্টায় ৭০০ কিলোমিটার বেগে ৮ মিনিটের মধ্যে বিমানটিকে ভুপাতিত করেন।

XS
SM
MD
LG