অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে জার্মানি ও ইতালি


যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও জোট সেনাদের পাশাপাশি সামরিক উপস্থিতির পর, জার্মানি ও ইতালি তাদের বাদ-বাকি সেনাদের প্রত্যাহার করে নিয়েছেI প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী ১১ই সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করবেI

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী, আনিগ্রেট ক্রাম্প কেরেনবাউর টুইটার মারফত জানান, প্রায় ২০ বছর ধরে সেখানে মোতায়েন থাকার পর, আমাদের সর্বশেষ সেনারা আফগানিস্তান ত্যাগ করেছেI প্রতিরক্ষামন্ত্রী ২০০১ সাল থেকে মোতায়েনরত ১,৫০,০০০ জার্মান পুরুষ ও মহিলা সেনা সদস্যদের সেখানে অংশ গ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সফলতায় তাঁরা গর্বিত বোধ করতে পারেনI

আফগানিস্তানে জার্মানির সেনাবাহিনী, তাদের ৫৯ জন সেনা সদস্য হারিয়েছেন, যার মধ্যে ৩৯ জন লড়াই বা বিদ্রোহী তালিবানদের হামলায় নিহত হনI

নেটো পরিচালিত সামরিক মিশনে জার্মানির ১১০০ সেনা আফগানিস্তানে থেকে যাবে, যারা আফগান সেনাদের প্রতিক্ষণ, উপদেশ এবং আফগান সেনাদের রণকৌশলে সহায়তা দেবেনI

XS
SM
MD
LG