অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মানির বিপনী কেন্দ্রে গুলি চালিয়ে যে ৯ জনকে হত্যা করে তার সঙ্গেইসলামিক স্টেটের যোগসাজশ নেই


জার্মানির ঐতিহ্যবাহী বেভেরিয়ান পুলিশ আজ সকালে জানিয়েছে যে ১৮ বছর বয়সী যে জার্মান ইরানি তরুণ একটি বিপনী কেন্দ্রে গুলি চালিয়ে ৯ জনকে হত্যা করেছে তার সঙ্গে কথিত ইসলামিক স্টেটের কোন যোগসাজশ নেই।

এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বলছে যে তারা তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে এবং সন্ত্রাসবাদের সঙ্গে কোন রকম সংশ্লিষ্টতা পায়নি। বরঞ্চ তারা মনে করছে এই আক্রমণ ছিল , তাদের কথায় উন্মত্ত হয়ে গুলি চালনার একটা দৃষ্টান্ত। তারা তার ঘরে একটা বই পেয়েছে যার শিরোনাম "Rampage on my Mind - Why Students Kill."

এই হত্যাকারীর জন্ম এবং বেড়ে ওঠা মিউনিখে । তার মনস্তাত্বিক এবং চিকিৎসা পরিচর্যা চলছিল। তদন্তকারীরা বলছেন তাঁরা মনে করেন সে বিভ্রান্তিতে ভুগছিল।

মিউনিখ পুলিশ প্রধান জানান যে শুক্রবার এই নিধনযজ্ঞ চালানোর পর এই কিশোর নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে। এই গুলি চালনার ঘটনায় বন্দুকধারী কিশোর এবং আরো ন জন নিহত হয় আহত হয়েছে আরও ২৭ জন যাদের মধ্যে দশজনের অবস্থা আশংকাজনক।

XS
SM
MD
LG