অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সফররত প্রেসিডেণ্ট আশরাফ ঘানি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের অংশীদারীত্বকে বুনিয়াদী সংজ্ঞা দিলেন


আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি সোমবার, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর দেশের অংশীদারীত্বকে বুনিয়াদী সংজ্ঞা দেন এবং তিনি তাঁর দেশকে মুক্তি ও আশার আলো দেখানোর জন্যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

ওয়াশিংটনে মিঃ ঘানি অ্যামেরিকান কর্মকর্তাদের সঙ্গে তাঁর তিনদিনব্যাপী বৈঠক শুরু করেছেন। নতুন আফগান নেতা অঙ্গীকার করেছেন, তিনি তালিবান জঙ্গীদের পরাজিত করবেন। এই তালিবান জঙ্গীরা তাঁর দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করছে, দেশকে ১৩ বছরের বেশি সময় ধরে অস্থিতিশীল করে রেখেছে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলা হওয়ার পর, ১৩ বছর আগে আল-কাইদা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাহিনী আফগানিস্তানে প্রবেশের পর থেকে সেখানে লড়াই চলছে।

মিঃ ঘানি এবং সি-ই-ও আব্দুল্লাহ আব্দুল্লাহ মঙ্গলবার প্রেসিডেণ্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেণ্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

XS
SM
MD
LG