অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান প্রেসিডেন্ট : আই এস অনুগতদের আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে


আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি বলছেন নিরাপত্তা বাহিনী আফগানিস্তান থেকে ইসলামিক স্টেটের প্রতি অনুগতদের উৎখাত করেছে।

কাবুলে সংসদের উদ্বোধনী অধিবেশনে বিধায়কদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময়ে তিনি বলেন যে আফগানিস্তানের বর্তমান সংঘাতে আই এস একটি উপাদান কিন্তু তারা কেবল মাত্র নিজেদের উগ্রবাদী আদর্শ এবং স্বার্থের জন্য লড়ছে। তিনি আরও বলেন , আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আফানিস্তান হচ্ছে একমাত্র দেশ যেখান থেকে দাঈশ অর্থাৎ আই এস এখন পালিয়ে যাচ্ছে। তারা নানগারহার থেকে ও পালিয়ে যাচ্ছে। গণি বলেন আফগানিস্তানে তাদের কবর রচিত হবে।

আফগানিস্তানের পুর্বাঞ্চলীয় প্রদেশ, পাকিস্তানের সীমান্তসংলগ্ন , নানগারহারে এক বছর আগে আই এস তাদের শক্ত ঘাঁটি স্থাপন করে এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাদবাকী দেশে তার প্রভাব প্রসার করার চেষ্টা করে।

XS
SM
MD
LG