যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর মঙ্গলবার তাদের বাৎসরিক পর্যালোচনাতে জানিয়েছে ২০২০ সালে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাংবাদিকদের বলেন, "মানবাধিকারের রেখাগুলো ভুল দিকে অগ্রসর হচ্ছে"। প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ব্লিংকেন আরও বলেন করোনোভাইরাস মহামারী বিশ্বজুড়ে "অনন্য চ্যালেঞ্জ" সৃষ্টি করেছিল, এবং কোন কোন সরকার অধিকারকে সীমাবদ্ধ করার এবং কর্তৃত্ববাদী শাসনকে সুসংহত করার অজুহাত হিসাবে এই সংকটকে ব্যবহার করছে।"
ব্লিংকেন বলেন "লকডাউনের কারণে লিঙ্গ-ভিত্তিক এবং দাম্পত্য সহিংসতার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নারী ও শিশুরা উচ্চতর ঝুঁকির মুখোমুখি হয়েছিল। অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী, বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী এবং সমকামী এবং হিজড়া সম্প্রদায় "বিশেষ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে।"
বাংলাদেশ সম্পর্কে এই বাৎসরিক প্রতিবেদনে বলা হয়,
২০১৮ সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দল টানা তৃতীয় পঞ্চবারের মেয়াদ জিতেছিল যা তাকে প্রধানমন্ত্রী পদে বহাল রেখেছে। এই নির্বাচনটি পর্যবেক্ষকদের মতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। আগে থেকে ব্যালট-বাক্স ভরে রাখা এবং বিরোধী দলের পোলিং এজেন্ট ও ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের অভিযোগ করা হয়।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অসংখ্য নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উল্লেখযোগ্য মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলির মধ্যে অন্তর্ভুক্ত: সরকার বা এর এজেন্টদের দ্বারা বিচার বহির্ভূত হত্যাসহ আইনত বা নির্বিচারে হত্যা; সরকার বা এর এজেন্টদের দ্বারা জোর করে নিখোঁজ হওয়়়া; সরকার বা এর এজেন্টদের দ্বারা নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক, বা অবমাননাকর আচরণ বা শাস্তির ঘটনা; কারাগারের কঠোর এবং প্রাণঘাতী পরিবেশ; বিধিবহির্ভূত বা বেআইনী আটক; ব্যক্তিগত বিষয়ে বেআইনী হস্তক্ষেপ; সহিংসতা, সহিংসতার হুমকি এবং সাংবাদিক ও ং মানবাধিকারকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, সেন্সরশিপ, ওয়েবসাইট বন্ধ করে দেয়া এবং অপরাধমূলক দায়বদ্ধতা; শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকারে হস্তক্ষেপ, যেমন কিছু সংস্থার কার্যক্রমের উপর অত্যধিক বিধিনিষেধ আরোপ করা ; আন্দোলনের উপর বিধিনিষেধ; রাজনৈতিক অংশগ্রহণে বিধিনিষেধ; দুর্নীতি; মহিলা ও মেয়েদের বিরুদ্ধে অপরাধমূলক সহিংসতা এবং তদন্ত ও জবাবদিহিতার অভাব; আদিবাসীদের লক্ষ্য করে সহিংসতা বা হিংসার হুমকির সাথে জড়িত অপরাধ; সমকামী, উভকামী, হিজড়া এবং উভলিঙ্গ ব্যক্তিদের বিরুদ্ধে সহিংসতা জড়িত অপরাধ; সম্মতিযুক্ত সমকামী যৌন আচরণকে অপরাধ হিসেবে গণ্য করে তাঁর বিরুদ্ধে আইন; স্বতন্ত্র ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের অধিকারের উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ; এবং শিশুশ্রমের সবচেয়ে খারাপ রূপ।
নিরাপত্তা বাহিনীর অপব্যবহারের তথ্য পাওয়া গেছে বলে ঐ প্রতিবেদনে বলা হয়। নিরাপত্তা বাহিনী দ্বারা অপব্যবহার ও হত্যার ঘটনা তদন্ত ও বিচারের জন্য সরকার তেমন জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলে ঐ প্রতিবেদনে বলা হয়।