অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীস থোক সহায়তা প্রথ্যাখ্যান করার পর, ইউরোপ, পরবর্তি পদক্ষেপ বিবেচনা করে দেখছে


A man looks at newspapers showing the results of yesterday's referendum in central Athens, Greece, July 6, 2015. Greeks overwhelmingly rejected conditions of a rescue package from creditors on Sunday, throwing the future of the country's euro zone members
A man looks at newspapers showing the results of yesterday's referendum in central Athens, Greece, July 6, 2015. Greeks overwhelmingly rejected conditions of a rescue package from creditors on Sunday, throwing the future of the country's euro zone members

গ্রীসে গণভোটে ৬১ শতাংশ ভোটার আর্থনীতিক সহায়তার বিনিময়ে কৃচ্ছ্রসাধনের বিপক্ষে ভোট দিয়েছে। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস বলেছেন তিনি আলোচনার টেবিলে ফিরে যেতে প্রস্তুত। তিনি বলেন এই ম্যানডেট পাওয়ার ফলে তিনি, তার দেশের জন্য আরও ভাল চুক্তি অর্জনে আলোচনার ক্ষেত্রে আরও জোর পাবেন।

অবশ্য ইউরোজোনে তার শরীকরা গণভোটের ফলাফলে খুব একটা খুশী নন। জার্মানি, গ্রীস এবং তারা আরও অর্থ সহায়তার জন্য পুনরায় দর কষাকষি করতে চাইছে তার বিরুদ্ধে কঠোর নীতি অবস্থান গ্রহণ করছে।

জার্মান চ্যানসেলর অঙ্গেলা মারকেলের এক মুখপাত্র স্টিফেন সিবার্ট সোমবার বলেছেন, “গ্রীক নাগরিকরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রেক্ষিতে, নতুন সহায়তা কার্যক্রমের জন্য আলোচনায় বসার কোন ভিত্তিনেই।”

জার্মান অর্থ মন্ত্রনালয়ের এক মুখপাত্র বলেন “ আলোচনায় বসার আমি কোন কারণ দেখছিনা।”

XS
SM
MD
LG