অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত অভিবাসিদের ভোগান্তির শেষ নেই- ডক্টর তাসনীম সিদ্দিকী


মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত শরনার্থীরা গ্রীস পৌঁছুনোর পর বলছেন -এই যে তাঁরা এজিয়ান সাগর পাড়ি দিয়ে আসছেন, তুরস্কের সামরিক পুলিশ দল,উপকূল টহল বাহিনী তাঁদের সঙ্গে তেমন ভালো আচরন করছেন না।এঁদেরই আশ্রয় দানের সুবাদে বিপুল অর্থ য়ুরোপিয় য়ুনিয়নের কাছ থেকে পাচ্ছে তুরস্ক। কিন্ত তার পরও একটু আশ্রয়ের জন্যে উন্মূখ এ মানুষগুলোর ভোগান্তির অবসান হচ্ছেনা মোটে। মানবিক স্পর্শকাতর এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিশিষ্ট অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর তাসনীম সিদ্দিকী। তাঁর সঙ্গে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

please wait
Embed

No media source currently available

0:00 0:04:30 0:00

XS
SM
MD
LG