অ্যাকসেসিবিলিটি লিংক

একদল গবেষক করোনাভাইরাস মূলত বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার প্রমাণ পেয়েছেন


যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার একদল গবেষক তাঁদের গবেষণায় করোনাভাইরাস মূলত বাতাসের মাধ্যমে সংক্রমিত হওয়ার প্রমাণ পেয়েছেন।আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে এ সকল দেশের ৬ জন গবেষকের এ সংক্রান্ত ঐ গবেষণার ফলাফলের ওপর প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। করোনাভাইরাস যে বায়ুবাহিত রোগ তার সপক্ষে ধারাবাহিক ও দৃঢ় প্রমাণ পাওয়া গেছে বলে এতে উল্লেখ করে বলা হয়েছে জনস্বাস্থ্য সংস্থাগুলো যদি বায়ুবাহিত ভাইরাস হিসেবে এটিকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয়, তবে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।

এতে আরও বলা হয়েছে কলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোজে-লুইস হিমেনেজ, যিনি ওই গবেষক দলের একজন, বলেন, এটি যে বায়ুবাহিত রোগ তার পক্ষে দৃঢ় প্রমাণ পাওয়া গেছে কিন্তু সে তুলনায় বড় আকারের ড্রপলেটের মাধ্যমে সংক্রমণের প্রমাণ অনেক কম। গবেষকরা বলেছেন জনস্বাস্থ্য সংস্থাগুলোর উচিত জরুরি ভিত্তিতে তাঁদের পাওয়া এ সকল তথ্য প্রমাণ পর্যালোচনা করা এবং যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে এ থেকে মানুষকে রক্ষার কি কি ব্যবস্থা নেয়া যায় তা দ্রুত উদ্ভাবনের উদ্যোগ নেয়া।

XS
SM
MD
LG