গুলশান হামলার পরে এ পর্যন্ত আইন-শৃংখলা রক্ষাবাহিনী ২৬ জন জঙ্গীকে আটক করেছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। তিনি বলেছেন, এর ফলে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টীম, হিযবুত তাহরীর কতোটা চাপে রয়েছে এবং তাদের কতোটা শক্তিক্ষয় হয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে। পুলিশ দাবি করেছে যে, গুলশান হামলার অন্যতম হোতা এবং বোমা প্রস্তুতকারী, নব্য জেএমবি নেতা সোহেল মাহফুজের সম্পৃক্ততা চিহিৃত করতে পেরেছে পুলিশ। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
এদিকে, বিএনপি অভিযোগ করেছে, জঙ্গী হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে- তাদের কথিত বন্দুকযুদ্ধে নিহত করার মধ্যদিয়ে আসলে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বিএনপি জঙ্গীবাদ দমনে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে।...ঢাকা থেকে আমীর খসরু