অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মার সাক্ষাৎকার ও ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক


U.S. President Barack Obama and India's Prime Minister Narendra Modi, right, wave during a photo opportunity ahead of their meeting at Hyderabad House, New Delhi, Jan. 25, 2015.
U.S. President Barack Obama and India's Prime Minister Narendra Modi, right, wave during a photo opportunity ahead of their meeting at Hyderabad House, New Delhi, Jan. 25, 2015.

ভারত আর আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য গত দুই দশকে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। দুই দেশে পরস্পরের লগ্নি বেড়েছে তিন গুণ। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় এক সাক্ষাতকারে এই তথ্য জানিয়ে ভারতে মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা আর নরেন্দ্র মোদির মধ্যে ঘনিষ্ঠতা ও বোঝাপড়া আন্তরিক। তাকে নেহাত সংবাদমাধ্যমের প্রচার ভেবে তুচ্ছ করলে ভুল হবে। দুই রাষ্ট্রনায়কই পরস্পরকে গভীর ভাবে বোঝেন এবং পরস্পরের দেশের ইতিহাস সম্পর্কে সচেতন। গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর মধ্যে কাজ করবার যে সীমাবদ্ধতা, সে সমস্যাও দুজনেই বেশ জানেন। প্যারিসে সাম্প্রতিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে মিশন ইনোভেশন-এর সুচনা অনুষ্ঠানে দুই নেতাই ৩০ মিনিট দেরিতে গিয়ে পৌঁছন। কেননা, ওই সময়টায় তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, কি ভাবে কম খরচে ও কম দূষণ ঘটিয়ে বিদ্যুত পৌঁছে দেওয়া যায় ভারতের ৩০ কোটি মানুষের বাড়িতে। কাজেই তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়ে সংশয়ের কোনও কারণ নেই।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:02:21 0:00

XS
SM
MD
LG