অ্যাকসেসিবিলিটি লিংক

সচেতনতাই পারে মা ও শিশুমৃত্যুর হার কমাতেঃ নারী ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত সাংবাদিক কর্মশালা, প্রতিবেদন ২


সমাজ এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে মানসিকতার পরিবর্তন ও সচেতনতাই কমাতে পারে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার। জনসচেতনতার অভাবে দেশে গর্ভকালীন ও প্রসবকালীন সময়ে অকালে ঝরে যায় অনেক মা ও শিশুর প্রাণ। আধুনিক সমাজব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভরতার দিকে দেশ এগিয়ে গেলেও, কিছু মানুষের মনে পুষে রাখা কুসংস্কার ও নেতিবাচক ধ্যান-ধারণার জন্য দেশের অনেক অঞ্চলে মা ও শিশুমৃত্যুর হার কমছে না। এখনো অনেক গ্রামীন জনপদে এবং নিম্নশ্রেণি, বিশেষ করে বস্তি এবং কলোনিতে যারা বাস করে তাদের জনসচেতনতা এবং অর্থের অভাবের কারণে প্রয়োজনীয় চিকিত্সা প্রদান করা হয় না। যে কারণে সঠিক চিকিত্সার অভাবে গর্ভকালীন নানা জটিলতায় ভুগে একজন মা প্রসবের সময় মারা যান। এই কারণগুলো ছাড়াও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অতিরক্ষণশীলতার কারণেও মাতৃমৃত্যু ঘটে থাকে। অনেক রক্ষণশীল পরিবার আছে, যারা এক ধরণের গোঁড়ামির কারণে ডাক্তারের শরণাপন্ন হন না। তারা প্রাচীন যুগের দাই প্রথায় বিশ্বাস করে। তাই এসব পরিবারের সদস্যরা মহিলাদের ঘরের বাইরে নিয়ে যেতে চায় না। যে কারণে অনভিজ্ঞ এসব দাইএর হাতে প্রসবকালীন সময়ে অনেক ক্ষেত্রে মা অথবা শিশুর অকাল মৃত্যু ঘটে। তবে আশার কথা হলো, সরকার স্বাস্থ্যখাতে অধিক গুরুত্ব দেওয়ার ফলে এবং মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির কারণে দেশে মাতৃমৃত্যুর হার যথেষ্ট কমে আসছে। যার অন্যতম একটি কারণ সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সরকার দেশের প্রত্যেক জেলা-উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের কারণে এ সুফলটা আসছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এনজিও সংস্থা, বিশেষ করে ইউএসএআইডি ভালো কাজ করে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব বিষয়ে তাদের জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে মাতৃমৃত্যুর হার কমাতে অনেক অবদান রাখছে। সিলেট একটি রক্ষণশীল এলাকা। এখানে জনসচেতনতা বৃদ্ধিই প্রধান চ্যালেঞ্জ। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো জনসচেতনতা সৃষ্টি। প্রত্যেককে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। গর্ভকালীন সময়ে ঠিকমতো চিকিত্সকের পরামর্শ নিয়ে চললে সিলেট তথা বাংলাদেশে মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নেমে আসবে বলে আমাদের বিশ্বাস।

মো. ওলিউর রহমান

স্টাফ রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব

XS
SM
MD
LG