অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টের ভাষণ


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টের ভাষণ।”
গতকাল রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পভাষণ দিয়েছেন।এবারের ষ্টেট অব দ্যা ইউনিয়ন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। এবছরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রেসিডেন্ট বিরুদ্ধে যে ইম্পিপম্যান্ট প্রক্রিয়া চলে।

ডঃ পরমা স্যানাল
ডঃ পরমা স্যানাল

আলোচনায় ছিলেন তিন জন বিশিষ্ট অতিথি। ম্যারিলেন্ড থেকে ​ অর্থনীতিবিদ ডঃ; পরমা স্যান্নাল।

নিউইয়র্ক থেকে সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহম্মদ উল্লাহ

Syed Mohammad Ullah
Syed Mohammad Ullah


এবং ক্যালিফোর্নিয়া ​ ষ্টেট ইউনিভার্সিটিরডিপার্টম্যান্ট অফ কমিউনিকেশনসের সহকারী অধ্যাপক এবং আমাদের সংবাদদাতা ডঃ আবু নাসের রাজিব।

অতিথিরা প্রারম্ভিক আলোচনায় রাষ্ট্রীয় পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টের ভাষণ সম্পর্কে আপানের মূল্যায়নে প্রথাগত কিছু বৈশিষ্ট্য যে মূলত মানা হয়নি বা ভাঙ্গা হয়েছে তা তুলে ধরেন।

Dr. Abu Naser
Dr. Abu Naser

অপরাপর আলোচনায়প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের অর্থনীতি ওপরে সর্বাধিক জোর দেন, সে নিয়ে আলোচনা হয় । পররাষ্ট্র নীতির ওপরে প্রেসিডেন্ট যে তেমন গুরুত্ব দেননি সেটাও বিশ্লেষকেরা তুলে ধরেন।
বিস্তারিত শোনার জন্য অডিওতে চাপ দিন।

please wait

No media source currently available

0:00 0:44:59 0:00


XS
SM
MD
LG