অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: সহিংসতা, ছাত্র রাজনীতি এবং আবরার হত্যাকাণ্ড


বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল যে ইতিহাস তা স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্রমেই আদর্শগত ছাত্র রাজনীতির পরিবর্তে দলীয় এবং সাংঘর্ষিক রাজনীতিতে পরিণত হয়েছে বলে বলা হচ্ছে। এরই প্রেক্ষাপটে আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় "সহিংসতা, ছাত্র রাজনীতি এবং আবরার হত্যাকাণ্ড।"
অতি সম্প্রতি বুয়েটের ছাত্র আবারার ফাহাদের নৃশংস হত্যাকে কেন্দ্র করে একটা বিরাট প্রশ্নের উত্তর খুঁজছেন অভিভাবক, শিক্ষক, সুশী্‌ সমাজ, ছাত্রসহ সাধারণ মানুষ---কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক রাজনীতির প্রয়োজন আছে কিনা?
চারজন বিশিষ্ট অতিথি আলোচনায় যোগ দেন জাতীয় অধ্যাপক ডঃ আনিসুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রেসিডেন্ট জোনায়েদ সাকি, বাংলা-ভিশনের হেড অব নিউজ মোস্তোফা ফিরোজ, এবং বাংলাদেশ প্রতিদিনের প্রধান সম্পাদক নাঈম নিজাম।

বিস্তারিত শোনার জন্য অডিওতে চাপ দিনঃ

please wait

No media source currently available

0:00 0:45:01 0:00


XS
SM
MD
LG