অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা


FILE - People gather at the site of an airstrike by the Saudi-led coaltion in Yareem city in Ibb province, Yemen, March 31, 2015.
FILE - People gather at the site of an airstrike by the Saudi-led coaltion in Yareem city in Ibb province, Yemen, March 31, 2015.

আজ বুধবার ৮ এপ্রিল, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশেষ অতিথি ছিলেন, ড: জিল্লুর রহমান খান এবং ড: সাইদ ইফতেখার আহমেদ।

ড: জিল্লুর রহমান খান একজন রাজনৈতিক বিশ্লষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোজবুশ প্রফেসর এমেরিটাস। তিনি বর্তমানে রলিন্স কলেজে অ্যাডজাংক্ট প্রফেসর।

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

আজকের হ্যালো ওয়াশিংটনে, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা — শ্রোতারা এ নিয়ে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:44:41 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG