অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি


মানুষ মাত্রই মুক্ত এবং সমঅধিকার নিয়ে জন্ম গ্রহণ করে কিন্তু স্থান কাল পাত্র ভেদে তার সংজ্ঞা এবং অবস্থান পালটে যায়--- মানুষ উপেক্ষিত হয়। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং মানবাধিকার লঙ্ঘিত হয়।

জাতী,ধর্ম,বর্ণ,লিঙ্গ, ভাষাসহ আরও নানা ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানুষ নির্যাতিত, লাঞ্ছিত হচ্ছে এবং নিরাপত্তা হীনতায় ভুগছে। আপনারা জানেন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এরই প্রাক্কালে আমাদের আজকের কল-ইন শো "দক্ষিণ এশিয়ায় মানবাধিকার পরিস্থিতি.”

please wait
Embed

No media source currently available

0:00 0:38:57 0:00

অনুষ্ঠানের যোগ দেনতিনজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে যোগ দেন অধ্যাপক ডঃ মিজানুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। ফারাহ কবির, একশন এইড এর কান্ট্রি ডিরেক্টর। দীর্ঘ দিন নারীর ক্ষমতায়ণ এবং নারীর অধিকার নিয়ে কাজ করছেন।

কলকাতা থেকে অধ্যাপিকা ঈশিতা মুখার্জী যোগ দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা এবং ইন্ডিয়ানএসোসিয়েশন ফর ওমেন স্টাডিজের নির্বাহী পরিষদের সাবেক সদস্য। বিস্তারিত অনুষ্ঠানটি শোনার জন্য অডিও চাপ দিন।

please wait
Embed

No media source currently available

0:00 0:38:57 0:00


XS
SM
MD
LG