অ্যাকসেসিবিলিটি লিংক

এ সপ্তার কল ইনশো: বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ও এর প্রতিকার


এ সপ্তার কল ইনশো: বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ও এর প্রতিকার
এ সপ্তার কল ইনশো: বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ও এর প্রতিকার

বাংলাদেশে কোনো কোনো হিসবমতে গড়ে বছরে ১০ হাজারের বেশি লোক সড়কদূর্ঘটনায় নিহত হয় । কোনো কোনো হিসেবে আবার এই সংখ্যাকে ২০ হাজার পর্যন্ত বলা হচ্ছে ।সড়কের বেহাল অবস্থা , গাড়ি চালকদের বেপরোয়া গাড়ি চালনা , সড়ক সংকেত ও নির্দেশ না মানা ও সেসবের অপ্রতূলতা এবং সচেতনতার অভাব ইত্যাদি কারণ হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের সড়ক দূর্ঘটনা ও তার প্রতিকার শীর্ষক হ্যালো ওয়াশিংটনের আলোচনায় । বিষয়টির প্রতি অবিলম্বে সরকারের নজর দেওয়া প্রয়োজন বলে আলোচনায় অংশগ্রহনকারী প্যানেল সদস্যবৃন্দ মত ব্যক্ত করেন ।

সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বিশিষ্ট চিত্রগ্রাহক এ এটি এন নিউজে এর প্রধান নির্বাহী মিশুক মণিরের মৃত্যুর পর যাতায়াতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক ও এ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ডক্টর হাসিব মোহাম্মদ আহসান , নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা - চেয়ার ও জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং টেলিভিশন চ্যানেল এ টি এন নিউযের বার্তা বিভাগীয় প্রধান মুন্নী সাহা ।

XS
SM
MD
LG