আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ে ছিল মাদক সমস্যা ও যুব সমাজ। আজকের আলোচনায় আমাদের তিন বিশেষ অতিথি ছিলেন।
ডাক্তার অরূপ রতন চৌধুরী, চিকিৎসক, প্রতিষ্ঠাতা-পরিচালক ‘মানস’। ডাক্তার প্রদীপ কুমার সাহা, পরিচালক, প্রফেসার পিজি হাসপাতাল কলকাতা মিঃ বকুল ফ্রান্সিস কস্টা, সিনিয়ার কাউন্সেলার, বাংলাদেশ রিহাবিলিটেশন এ্যান্ড এ্যাসিসটেন্স সেন্টার (বারাকা)।
সঞ্চালক ছিলেন রোকেয়া হায়দার।