অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারি ক্লিন্টন আনুষ্ঠানিক ভাবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থীত্বের কথা ঘোষণা করেন


Rep. Carolyn Maloney, D-N.Y., center, speaks as a person takes a photograph during the "Last Hillary Clinton Rally" as part of the Ready For Hillary campaign in New York, April 11, 2015.
Rep. Carolyn Maloney, D-N.Y., center, speaks as a person takes a photograph during the "Last Hillary Clinton Rally" as part of the Ready For Hillary campaign in New York, April 11, 2015.

আজ রবিবার হিলারি ক্লিন্টন আনুষ্ঠানিক ভাবে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থীত্বের কথা ঘোষণা করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যমে অনলাইন ভিডিওতে, ডেমোক্রাটিক পার্টির প্রেসিডেন্ট পদ প্রার্থীর মনোনয়ন পাওয়ার জন্য তার প্রচার অভিযান শুরু করার কথা ঘোষণা করেন। তিনি আইওয়া ও নিউ হ্যাম্পসার সহ এমন কয়েকটি রাজ্যে এখন যাবেন যেখানে অগ্রীম প্রাইমেরি নির্বাচন হয়।

এটি হবে হিলারি ক্লিন্টনের, প্রেসিডেন্ট পদের জন্য দ্বিতীয় বারের মতো প্রতিদ্বন্দ্বিতা। ২০০৮ সালে তিনি ব্যর্থ হন যখন প্রেসিডেন্ট বারাক ওবামা দলের মনোনয়ন লাভ করেন এবং প্রেসিডেন্ট হন।

সাম্প্রতিক গ্যালপ জনমত সমীক্ষায় দেখা গেছে ৪৮ শতাংশের ক্লিন্টন সম্পর্কে ভাল মতামত রয়েছে। ৪২ শতাংশের তাঁর বিষয়ে নেতিবাচক মতামত রয়েছে।

নির্বাচিত হলে সাবেক ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হবেন।

রিপাবলিকান দলে সেনেটার টেড ক্রুজ এবং রান্ড পল দলের মনোনয়নের জন্য তাদের প্রার্থীত্বের কথা ঘোষণা করেছেন।

XS
SM
MD
LG